রংপুরের তারাগঞ্জে মায়ের হাতে ছয় মাস বয়সী শিশু কন্যা খুন হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার কুর্শা ইউনিয়নের পশ্চিম পলাশবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়,বাবুল চন্দ্র রায়ের স্ত্রী তুলসী রানী (২৫) দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে তিনি নিজের শিশু কন্যাকে ছুরি দিয়ে হত্যা করে বাইরে ফেলে দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত শিশুর লাশ উদ্ধার করে এবং মা তুলসী রানীকে আটক করে থানায় নিয়ে যায়।
তারাগঞ্জ থানার ওসি এম এ ফারুক জানান,নিহত শিশুর লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মানসিক ভারসাম্যহীন অবস্থায় হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও বিষয়টি তদন্তাধীন রয়েছে।
তারাগঞ্জ খবর,রংপুর হত্যা,শিশু খুন,সর্বশেষ সংবাদ
Leave a Reply