নারায়ণগঞ্জ আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা সভাপতি হামিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে চারটি আইন পাশ হয় এবং আগামী ১৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) নির্বাচন অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়।
নির্বাচন পরিচালনার জন্য তিনজন কমিশনারের নাম ঘোষণা করা হয়েছে। তাঁরা হলেন—আইনজীবী সহকারী সমিতির সিনিয়র সহকারী আমির আলী,আলহাজ্ব আব্দুল মালেক এবং সিনিয়র সদস্য আবুল হাসেম। মোট পাঁচ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
নারায়ণগঞ্জ আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে,আগামী ১৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) নির্বাচন অনুষ্ঠিত হবে। সভায় চারটি আইন পাশ করা হয়।
নির্বাচন কমিশনার হিসেবে তিনজনের নাম ঘোষণা করা হয়েছে—সিনিয়র সহকারী আমির আলী, আলহাজ্ব আব্দুল মালেক এবং সিনিয়র সদস্য আবুল হাসেম। এ ছাড়া সর্বমোট পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
সাধারণ সম্পাদক তৌহিদ হাসান বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন এবং সভাপতি হামিদুর রহমানকে ধন্যবাদ জানান।
Leave a Reply