নারায়ণগঞ্জ, ২৫ আগস্ট ২০২৫:
নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে সভাপতি পদপ্রার্থী এক প্রভাবশালী আইনজীবী দিয়েছেন সাহসী ও ভবিষ্যতমুখী প্রতিশ্রুতি। তিনি বলেছেন, নতুনভাবে গড়ে তোলা হবে পঞ্চম ও ষষ্ঠ বার ভবন, যার মাধ্যমে প্রতিটি আইনজীবী চেম্বার পাবে, এবং পেশাগত কাজে মিলবে কাঙ্ক্ষিত পরিবেশ।
প্রার্থী বলেন,আমরা কেবল নির্বাচন করছি না,একটি বার সংস্কৃতি গড়ে তুলতে চাই—যেখানে আইনজীবীরা একতাবদ্ধ, সেবার মনোভাবসম্পন্ন এবং অনিয়মবিরোধী থাকবে।
তিনি জানান,অতীতের প্রতিশ্রুতি মতো তিনি কাজ করে গেছেন। এবারও আইন ও ন্যায়বিচারকে সামনে রেখেই নির্বাচন করছেন।যদি বার ভবনের জন্য এখনও আবেদন না করা হয়ে থাকে,তবুও তিনি আশাবাদী,সেটা যথাসময়ে সম্পন্ন হবে ইনশাআল্লাহ।
তিনি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলেন, যেভাবে আমরা গতবার বলেছিলাম উৎসবমুখর পরিবেশ গড়বো,এবারও তার ব্যতিক্রম হবে না।”
Leave a Reply