২১-২৫ আগস্ট পর্যন্ত দেশের সব বিভাগেই হতে পারে বৃষ্টি ও বজ্রপাত। বিশেষ করে বরিশাল ও চট্টগ্রামে অতি ভারি বর্ষণের সম্ভাবনা। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিন দেশের প্রায় সব বিভাগেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রসহ অতি ভারি বৃষ্টি হতে পারে, যা জনজীবনে প্রভাব ফেলতে পারে।
শুক্রবার (২২ আগস্ট) থেকে শুরু,খুলনা,বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়,রংপুর,রাজশাহী,ঢাকা,ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়
দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও হতে পারে অতি ভারি বর্ষণ।
শনিবার (২৩ আগস্ট),বরিশাল ও চট্টগ্রামে বৃষ্টির মাত্রা বাড়তে পারে। অন্যান্য বিভাগেও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে।
রোববার ও সোমবার (২৪ ও ২৫ আগস্ট)
উত্তর ও পূর্বাঞ্চলে যেমন রংপুর,সিলেট,ময়মনসিংহ বিভাগে বৃষ্টি অব্যাহত থাকবে। খুলনা,বরিশাল ও চট্টগ্রামে তুলনামূলক কম হলেও কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে। দিন ও রাতের তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত।
তাপমাত্রা থাকবে স্বাভাবিকের কাছাকাছি,তবে ২৩ আগস্টের পর থেকে কিছুটা বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা অনুযায়ী,কেউ যেন খোলা মাঠ, নদী বা উঁচু স্থানে বজ্রপাতের সময় অবস্থান না করে। সকলকে নিরাপদে থাকার আহ্বান জানানো হয়েছে।
Leave a Reply