 
																
								
                                    
									
                                 
							
							 
                    
নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ–এর ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও চার্টার নাইট যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।
২৮ সেপ্টেম্বর রাতে নগরীর বাঁধন কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে নতুন কমিটির সদস্যদের আনুষ্ঠানিক ইন্ডাকশন ও ইনস্টলেশন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ এ২–এর ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন শংকর কুমার রায় মনা (এমজেএফ)। এছাড়া প্রথম ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর মহসিন ইমাম চৌধুরী (পিএমজেএফ) ও দ্বিতীয় ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর এমরান ফারুক মঈন (পিএমজেএফ) ছিলেন সম্মানিত অতিথি।
অনুষ্ঠানের শুরুতে থিমসং পরিবেশনের পর কেক কাটা ও অতিথিদের সংবর্ধনার মধ্য দিয়ে মূল পর্ব শুরু হয়। নতুন কমিটির শপথ পাঠ করান ডিস্ট্রিক্ট গভর্নর।
এ সময় ক্লাবের প্রেসিডেন্ট লায়ন নাসির উদ্দিন মন্টু, সেক্রেটারি লায়ন এ্যাডভোকেট বিএম হোসেন,টেজারার লায়ন এ্যাডভোকেট জাকির হোসেন, লায়ন হায়দার আলী বাবলু, সার্ভিস চেয়ারপার্সন লায়ন শায়েদুল ইসলাম শাকিল, এলসিআইএফ কো-অর্ডিনেটর লায়ন মোঃ মাহাবুব এ এলাহী এবং মেম্বারশীপ চেয়ারপার্সন সাদিয়া আফরোজ মুক্তিসহ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে সাংস্কৃতিক পর্বে সংগীত ও নৃত্য পরিবেশনে অতিথি ও সদস্যদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।
 নতুন কমিটির মাধ্যমে নারায়ণগঞ্জে ক্লাবের সামাজিক কার্যক্রম আরও বেগবান হবে বলে আশা ব্যক্ত করেন অতিথিরা।
Leave a Reply