 
																
								
                                    
									
                                 
							
							 
                    
নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া সার্বজনীন দুর্গা পূজা মণ্ডপে এসে রাজনৈতিক ও সামাজিক দুই বিষয় নিয়েই সরব হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,
বাংলাদেশের জনগণ ওয়ান ম্যান,ওয়ান ভোট পদ্ধতিতে অভ্যস্ত। প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি জনগণ মেনে নেবে না। মানুষ দল নয়, প্রার্থীকে দেখে ভোট দেয়।
এ সময় তিনি পাহাড়ে ধর্ষণের ঘটনায় ‘জুম্ম-ছাত্র জনতার অবরোধ’প্রসঙ্গেও বলেন,পাহাড়ে বা সমতলে—কোথাও মানুষের মধ্যে বিভেদ থাকা উচিত নয়। বিএনপি বৈষম্য বা বিভেদে বিশ্বাস করে না।
পূজা উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন,পূজার শিক্ষা হচ্ছে ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম। সুর ও অসুরের যুদ্ধে শেষ পর্যন্ত সবসময় সুরেরই জয় হয়।”
ড.মঈন খান আরও বলেন,বাংলাদেশে শত শত বছর ধরে হিন্দু,মুসলমান,বৌদ্ধ ও খ্রিস্টান মিলেমিশে বসবাস করছে। আবেগের জায়গায় ভালোবাসা প্রবল হওয়ায় আমরা শান্তিপূর্ণভাবে সহাবস্থান করেছি,ভবিষ্যতেও করব।
তিনি নারায়ণগঞ্জের উন্নয়ন প্রসঙ্গেও মন্তব্য করেন,নারায়ণগঞ্জ এখন অনেক উন্নত। তবে বাহ্যিক উন্নয়নের পাশাপাশি আমাদের নৈতিক ও মানসিক উন্নয়ন ঘটাতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার,আমলাপাড়া সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার সাহা,প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল,মডেল গ্রুপের চেয়ারম্যান মাসুদুজ্জামান মাসুদ,নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানসহ বিএনপি ও স্থানীয় নেতারা।
পূজা মণ্ডপে এসে একদিকে সম্প্রীতির বার্তা,অন্যদিকে নির্বাচনী ব্যবস্থাপনা নিয়ে বক্তব্য—সব মিলিয়ে ড.মঈন খানের এই সফর রাজনৈতিক অঙ্গনে বিশেষ তাৎপর্য তৈরি করেছে।
Leave a Reply