 
																
								
                                    
									
                                 
							
							 
                    
জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে সপ্তাহব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত।
নারায়ণগঞ্জ, ২৮ সেপ্টেম্বর,“জলাতঙ্ক নির্মূলে কাজ করি সবাই মিলে” প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রাণিসম্পদ দপ্তর ও জেলা ভেটেরিনারি হাসপাতাল নারায়ণগঞ্জে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৫ উদযাপন করেছে। রোববার জেলা প্রাণিসম্পদ দপ্তরের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা ভেটেরিনারি অফিসার ডা. মো. আবু সাঈদ, প্রধান অতিথি ছিলেন ডা. মো. আ. মান্নান মিয়া। বিশেষ অতিথি ছিলেন জেলা ট্রেনিং অফিসার ডা. এবিএম জাহাঙ্গীর রতন এবং জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক মো. ইসমাইল হোসেন।
সভায় বক্তব্য রাখেন জেলা ভেটেরিনারি সার্জন ডা. কবির আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তারা এবং অন্যান্য সরকারি কর্মকর্তা। আড়াইহাজার উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. আল মাহমুদ হাসান প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
সাপ্তাহিক কার্যক্রমের অংশ হিসেবে বিনামূল্যে জলাতঙ্কে টিকা প্রদান করা হয় এবং সচেতনতা বৃদ্ধির জন্য র্যালি আয়োজন করা হয়। জেলা প্রাণিসম্পদ দপ্তর জানায়, এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে যাতে জনসাধারণকে জলাতঙ্ক ও এর প্রতিরোধ সম্পর্কে সচেতন করা যায়।
Leave a Reply