 
																
								
                                    
									
                                 
							
							 
                    
নিজের ৫২তম জন্মবার্ষিকীতে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান প্রায় ৫ শতাধিক অসহায় সনাতনী নারী-পুরুষের মাঝে নতুন বস্ত্র বিতরণ করে তাদের মুখে হাসি ফোটান। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বন্দর বাজার এলাকায় একটি পূজা মণ্ডপে এ মানবিক উদ্যোগ অনুষ্ঠিত হয়।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন ফ্রন্ট এ আয়োজনটির উদ্যোগ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাকির খান বলেন,
ধর্ম যার যার,রাষ্ট্র সবার। বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মের মানুষ তার নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করবে। কেউ বাধা দিলে বা বিশৃঙ্খলা করতে চাইলে আমাদের জানান,আমরা পাশে আছি। তাই কোনো ভয় পাবেন না, নিশ্চিন্তে উৎসব পালন করুন।”
তিনি আরও বলেন,অতীতের স্বৈরাচারী সরকারের সময়ে হিন্দু সম্প্রদায়ের ওপর যে অত্যাচার চালানো হয়েছিল, তা বহু পরিবারকে দেশ ছাড়তে বাধ্য করেছিল। বর্তমানে সেই পরিস্থিতি কিছুটা হলেও স্বস্তি পেয়েছে।
আমরা চাই এই সম্প্রীতির বন্ধন চির অটুট থাকুক। যদি কেউ এই বন্ধনে ফাটল ধরাতে চায়, আমরা বসে থাকব না। আমাদের নেতা তারেক রহমান সব সময় আপনাদের পাশে আছেন। ইতিমধ্যে তার ৩১ দফায় সকল ধর্মের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। যেকোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে আমাদের জানাবেন,আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব।”
সভাপতির বক্তব্যে মহানগর পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব ঋষিকেশ মন্ডল মিঠু বলেন,আমাদের নেতা দেশের বাইরে থাকলেও,কারাগারে থাকলেও আপনাদের ভুলেননি। জন্মদিনে তিনি এই মানবিক উদ্যোগের মাধ্যমে আপনারা নতুন বস্ত্র পাচ্ছেন। আপনারা তাকে আশীর্বাদ করবেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা ও জাকির খান যৌথভাবে জন্মদিনের কেক কেটে উদযাপন করেন। এরপর অসহায় সনাতনী নারী-পুরুষদের মাঝে নতুন বস্ত্র বিতরণ করা হয়।
মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক নয়ন সাহা’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিতদের মধ্যে ছিলেন— জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম টুলু, জেলা প্রজন্মদলের আহ্বায়ক সলিমুল্লাহ্ করিম সেলিম, ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি দিদার খন্দকার,বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের পরিচালক ও জেলা যুবদল নেতা পারভেজ মল্লিক।
এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া,সাবেক সহ-সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজন,চন্দন চন্দ্র লোক,মহানগর পূজা উদযাপন ফ্রন্টের কোষাধ্যক্ষ মানিক দাস,সহ-সাংগঠনিক সম্পাদক স্মৃতি পাল,সদস্য মিলন দাস, তোবারক, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রাকিব হাসান রাজ।
বন্দর থানা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোঃ জলিল এবং সদস্য মোঃ হেলাল,মোঃ সাদ্দাম,আবু সাঈদ,বন্দর ২৩নং ওয়ার্ড মৎস্যজীবী দলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলী হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ জাকির,সাধারণ সম্পাদক আবুল হাসান খোকন,সদস্য মোঃ আজিম ও মোঃ হিমুসহ আরও অনেকে অনুষ্ঠানে অংশ নেন।
Leave a Reply