 
																
								
                                    
									
                                 
							
							 
                    
আসন্ন শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে ফতুল্লার বিভিন্ন পূজা মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ বিষয়ে ফতুল্লা থানার ওসি শরীফুল ইসলাম বলেন, পূজার শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”
ফতুল্লায় ১৮-২০ লাখ মানুষের বসবাস, অপরাধ দমনে মাঠে পুলিশ-ওসি শরীফুল।
নারায়ণগঞ্জের শিল্পনগরী ফতুল্লা থানা জনসংখ্যার চাপে নানান অপরাধের ঝুঁকিতে থাকলেও পুলিশ জনগণকে সঙ্গে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছে বলে জানিয়েছেন ওসি শরীফুল।
ফতুল্লা থানার ওসি শরীফুল সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, এখানে স্থানীয়ের তুলনায় বহিরাগত চাকরিজীবী ও শ্রমজীবী মানুষের সংখ্যা চারগুণ বেশি। বর্তমানে ফতুল্লায় প্রায় ১৮ থেকে ২০ লাখ মানুষের বসবাস করছে।
তিনি আরও জানান, জনসংখ্যা বৃদ্ধির কারণে নানা ধরনের অপরাধ ঘটলেও পুলিশ নিরলসভাবে কাজ করছে। প্রতিদিন মাদকবিরোধী অভিযান চালানো হচ্ছে এবং অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে। অতীতের তুলনায় বর্তমানে অপরাধের মাত্রা অনেকটাই কমে এসেছে।
এছাড়া অসহায় ও অবলা মানুষদের পাশে দাঁড়াতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। স্থানীয়রা পুলিশের এসব পদক্ষেপকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।
Leave a Reply