 
																
								
                                    
									
                                 
							
							 
                    
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) সংস্থাপন শাখার ডেপুটি রেজিস্ট্রার মো: আবু বকর সিদ্দিককে ছাত্র-শিক্ষক কেন্দ্রের (TSC) পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড.মো:ইকতিয়ার উদ্দিন স্বাক্ষরিত অফিস আদেশে জানানো হয়,তিনি পরবর্তী দুই বছরের জন্য এই দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনের সময় তিনি প্রচলিত বিধি অনুযায়ী আর্থিক ও অন্যান্য সুবিধা ভোগ করবেন।
বর্তমান পরিচালক ফিজিক্স এন্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. খোকন হোসেনকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানানো হয়েছে। নতুন পরিচালক আবু বকর সিদ্দিক দায়িত্ব গ্রহণের মাধ্যমে TSC কার্যক্রম আরও সমৃদ্ধ ও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
Leave a Reply