 
																
								
                                    
									
                                 
							
							 
                    
উখিয়া কক্সবাজার প্রতিনিধি
অগাস্ট ২০২৫:
পরিবেশ রক্ষায় অগ্রণী ভূমিকা রাখতে আবারও উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী ও যুব উন্নয়নমূলক সংগঠন আলোর ছোঁয়া ফ্রেন্ডশিপ ক্লাব। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও ক্লাবটি বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫ শুরু করেছে, যার আওতায় বিভিন্ন এলাকায় ২ হাজার চারা রোপণ ও বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ জানান, “আমরা পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর এই কর্মসূচি পালন করে থাকি।এ বছর আমাদের হাতে এসেছে ২ হাজার চারা, যা অল্প কিছুদিনের মধ্যেই বিভিন্ন স্থানে বিতরণ ও রোপণ করা হবে।
তিনি আরও বলেন,এই বৃক্ষরোপণ কর্মসূচিতে আমাদের পাশে ছিলেন পালংখালীর সন্তান ও SHED এনজিও-এর উপ-পরিচালক এডভোকেট জিয়াউর রহমান মুকুল। তিনি এই কর্মসূচিতে গাছের চারা সরবরাহ করে আমাদের উৎসাহিত করেছেন। তার প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।বৃক্ষরোপণ কর্মসূচির মূল লক্ষ্য,পরিবেশ দূষণ রোধ,জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা,সামাজিক সচেতনতা বৃদ্ধি,
স্থানীয় যুবসমাজকে পরিবেশবান্ধব কর্মকাণ্ডে যুক্ত করা
এই কর্মসূচির অধীনে ঔষধি,ফলজ ও বনজ গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে,যা পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ক্লাবের সদস্য ও স্থানীয় জনগণকে এই উদ্যোগে যুক্ত করা হচ্ছে,যাতে তারা নিজ নিজ এলাকায় চারা রোপণ করে গাছের যত্ন নিতে উৎসাহিত হন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে,ইতিমধ্যেই কিছু চারা ক্লাবের সদস্যদের মধ্যে বিতরণ করা হয়েছে এবং আগামী কয়েকদিনের মধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও জনবহুল এলাকায় গাছ লাগানো হবে।
Leave a Reply