 
																
								
                                    
									
                                 
							
							 
                    
নিউজ ডেস্ক:
কুয়েত,১৩ আগস্ট ২০২৫:
কুয়েতে মিথানলযুক্ত ভেজাল মদ সেবনের ফলে ৬৩ জনের বিষক্রিয়া দেখা দিয়েছে,যাদের মধ্যে ১৩ জন ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন এবং অনেকের অবস্থা সংকটাপন্ন।
ভারতীয় দূতাবাস জানিয়েছে,তারা ঘটনাস্থলে পৌঁছে চিকিৎসা ব্যবস্থার তদারকি করছে এবং কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ে কাজ করছে।
কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে,তারা নিরাপত্তা সংস্থা ও পয়জন কন্ট্রোল সেন্টারের সহযোগিতায় তদন্ত করছে।
মোট আক্রান্ত,৬৩ জন,মৃত্যু ১৩ জন,চোখে আঘাত/অন্ধত্ব: ২১ জন,ভেন্টিলেশনে ৩১ জন,কিডনি ডায়ালাইসিস,৫১ জন
Leave a Reply