 
																
								
                                    
									
                                 
							
							 
                    
দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বটতলী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনতামূলক বিতর্ক প্রতিযোগিতা, দেয়ালিকা প্রকাশ ও বৃক্ষরোপণ কর্মসূচি। ৩১ জুলাই (বৃহস্পতিবার) সকাল ১০টায় এ আয়োজনটি বাস্তবায়িত হয় লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (LEISE) প্রজেক্ট ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহযোগিতায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.জুলফিকার আলী শাহ্। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.গোলাম মোস্তফা এবং বিশেষ অতিথি ছিলেন একাডেমিক সুপারভাইজার আবুল কামাল আজাদ।

দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতায় শিক্ষার্থীরা জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধের উপায় তুলে ধরে। বিচারকের দায়িত্বে ছিলেন বীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহিনুর ইসলাম,সহ-সভাপতি নাজমুল ইসলাম মিলন ও সাংবাদিক ফেরদৌস ওয়াহিদ সবুজ।
বীরগঞ্জ বিতর্ক প্রতিযোগিতা ২০২৫,জলবায়ু পরিবর্তন সচেতনতা,বটতলী উচ্চ বিদ্যালয়,দিনাজপুর শিক্ষা সংবাদ, LEISE প্রজেক্ট
Leave a Reply