 
																
								
                                    
									
                                 
							
							 
                    
সিরাজগঞ্জ সংবাদদাতা:
সিরাজগঞ্জে ভয়াবহ পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের হাতে প্রাণ হারিয়েছে ছোট ভাই।ঘটনায় অভিযুক্ত স্বপন শেখ ওরফে ডোবার (৩১)-কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
আজ(২৯জুলাই) দুপুরে এই রায় দেন জেলা ও দায়রা জজ মো:ইকবাল হোসেন।দণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা,অনাদায়ে ৩ মাসের কারাদণ্ডও দেওয়া হয়েছে।
পুলিশ ও আদালত সূত্রে জানা যায়,২০১৮ সালের ২৪ অক্টোবর সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াগোবিন্দ মহল্লায় পারিবারিক বিবাদের জেরে স্বপন শেখ তার ছোট ভাই রোকন শেখকে ছুরিকাঘাত করেন। হাসপাতালে ভর্তি করার পরও রোকনের মৃত্যু হয়।
মামলা দায়েরের পর তদন্ত শেষে ২০১৯ সালের জানুয়ারিতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর আজ চূড়ান্ত রায় ঘোষণা করা হলো।
ভাইয়ের হাতে ভাই খুন,সিরাজগঞ্জ খবর,স্বপন শেখ রায়, পারিবারিক সহিংসতা,সিরাজগঞ্জ পৌর এলাকা হত্যা, বাংলাদেশ আদালত রায়।
Leave a Reply