 
																
								
                                    
									
                                 
							
							 
                    
লামা, বান্দরবান।৩০ জুলাই ২০২৫
দুর্গম ভাজা পাড়ার মেয়ে ছাইনুমে মারমা ছোটবেলা থেকে কষ্টে খেয়ে না খেয়ে লেখাপড়া করে ২০২২ সালে এসএসসিতে এবং ২০২৪ সালে এইচএসসিতে জিপিএ-৫ অর্জন করে। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পেলেও তার স্বপ্ন বাধা পাচ্ছে আর্থিক সংকটে।

এই অবস্থায় তার পাশে দাঁড়িয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ। বান্দরবান জেলা শাখার নেতারা ছাইনুমের বাড়িতে গিয়ে তাকে সহায়তা ও সম্মাননা দেন।
ছাত্রনেতা আসিফ ইকবাল বলেন,ছাইনুমের মতো ছাত্ররা বৈষম্যের শিকার।আমরা চাই পাহাড়ের সব সম্প্রদায় সমান সুযোগ পাক।
ছাইনুমে জানান,ছোটকাল থেকে অনেক কষ্ট করেছি।এখন শুধু একটা সুযোগ চাই,যেন পড়াশোনাটা শেষ করতে পারি।”
পাহাড়ি মেয়ের সাফল্য,রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন বিভাগ,আর্থিক সংকট পড়াশোনা,বান্দরবান ছাত্রী সহায়তা, ছাত্র পরিষদের সামাজিক উদ্যোগ।
Leave a Reply