1. 24@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৭:১২ অপরাহ্ন

নারায়ণগঞ্জে “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠন” শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৬৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
“জুলাই পুনর্জাগরণে সমাজ গঠন”—এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হলো লাখো কণ্ঠে শপথ পাঠ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জনাব মোঃ জাহিদুল ইসলাম মিঞা।

অনুষ্ঠানের শুরুতেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,জুলাই কন্যা সংগঠনের নেত্রীবৃন্দ,নারী সংগঠন,এবং সাংবাদিকদের শুভেচ্ছা ও অভিনন্দনের মাধ্যমে সভার সূচনা হয়।
বক্তব্যে উঠে আসে মূল্যবান বার্তা।জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন,


জুলাইয়ের আন্দোলনে ভাইদের পাশাপাশি বোনেরাও ভূমিকা রেখেছেন। আমি মায়েদের দেখেছি যারা তাদের সন্তানদের সাহস জুগিয়েছেন। এমন সন্তানরা কখনো পথ হারায় না। আজকের আমাদের এই সাফল্যের পেছনে সেই আত্মত্যাগের ইতিহাস লুকিয়ে আছে।

তিনি আরও বলেন, আমাদের শপথ গ্রহণ করতে হবে—
রাষ্ট্রের দায়িত্ব সবাইকে কাঁধে নিতে হবে
হিংসা-বিদ্বেষ ভুলে সবাইকে একসাথে কাজ করতে হবে
নিজের অবস্থান থেকে দেশ ও সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে

তিনি মনে করিয়ে দেন,১৯৭১ সালে যেমন রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছি, আজও গণতন্ত্র,মানবতা ও উন্নয়নের জন্য সেই চেতনা আমাদের ধরে রাখতে হবে।

নারীদের গুরুত্ব ও সমাজ গঠনে ভূমিকা।

বক্তব্যে জেলা প্রশাসক নারীদের ভূমিকা নিয়ে বলেন –
আমাদের জনসংখ্যার অর্ধেকই নারী। আমরা যদি নারীদের সম্পদ হিসেবে কাজে লাগাতে না পারি, তাহলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়। নারীদের পিছিয়ে রাখা মানে জাতিকে পিছিয়ে রাখা।

তিনি নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজসেবা মন্ত্রণালয়ের প্রশংসা করেন যারা নারী উন্নয়নের জন্য নানান কার্যক্রম গ্রহণ করে যাচ্ছে।
লক্ষ্য অর্জনে শপথ,
অনুষ্ঠানে লাখো কণ্ঠে অংশগ্রহণকারীরা শপথ গ্রহণ করেন যে তারা রাষ্ট্রের উন্নয়নে নিজ নিজ অবস্থান থেকে কাজ করবেন
তারা কুসংস্কার থেকে দূরে থেকে মানবিক,নৈতিক,ও যোগ্য রাষ্ট্র গঠনে অংশ নেবেন
তারা মা-বোনদের অনুপ্রেরণাকে শক্তি হিসেবে গ্রহণ করে ভবিষ্যতের প্রজন্ম গঠনে ভূমিকা রাখবেন

আয়োজনের মূল বার্তা:
আমরা যদি পরিশ্রম না করি, স্বপ্ন না দেখি, তাহলে কাঙ্ক্ষিত সমাজ গঠন সম্ভব নয়। আমাদের প্রত্যেককে দায়িত্ব নিতে হবে এবং সম্মিলিতভাবে একটি উন্নত রাষ্ট্র গঠনের পথ রচনা করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল সত্ব www.crimetv24.com কর্তৃক প্রকাশিত।