1. 24@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৭:১০ অপরাহ্ন

দিনাজপুরে সাবেক এমপি গোপালের সহযোগী দূর্নীতিবাজ আওয়ামী নেতা বাসেদ গ্রেফতার।

বিশেষ প্রতিনিধি।
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৭৬ বার পঠিত

বিশেষ প্রতিনিধি।
মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল বাসেদকে বীরগঞ্জ থানা পুলিশের অভিযান

দিনাজপুর: বীরগঞ্জ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এবং ঠিকাদার সমিতির সভাপতি আব্দুল বাসেদ সরকারকে (আঃ বাসেদ) গ্রেফতার করেছে বীরগঞ্জ থানা পুলিশ। বুধবার (২৩ জুলাই ২০২৫) রাতে পুরাতন শহীদ মিনার এলাকা থেকে তাকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত বাসেদ সরকার ছিলেন দিনাজপুর-১ আসনের সাবেক এমপি ও আলোচিত আওয়ামী লীগ নেতা মনোরঞ্জন শীল গোপালের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী। অভিযোগ রয়েছে, তিনি সাবেক এমপি গোপালের দুর্নীতির নানা প্রকল্প ও অনিয়মে সরাসরি সম্পৃক্ত ছিলেন এবং দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

বীরগঞ্জ থানা পুলিশ জানায়, বাসেদ সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল সত্ব www.crimetv24.com কর্তৃক প্রকাশিত।