 
																
								
                                    
									
                                 
							
							 
                    
“জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে নারায়ণগঞ্জে ইতিহাসের পুনর্জাগরণ,শহীদদের সম্মানে দাঁড়িয়েছিল পুরো জাতি”।
নারায়ণগঞ্জ,নিজস্ব প্রতিবেদক :১৪ জুলাই ২০২৫।
আজ নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হলো‘জুলাই স্মৃতিস্তম্ভ’এর শুভ উদ্বোধন,যেখানে ইতিহাস,আত্মত্যাগ ও বাঙালির বিজয়ের শপথ এক মহিমান্বিত মঞ্চে একত্র হয়েছে।
এই স্মরণীয় দিনে শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলেন আহত জুলাইযোদ্ধা,নারায়ণগঞ্জ জেলার সকল রাজনৈতিক দলের সদস্য,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং হাজারো সাধারণ জনগণ।
উপদেষ্টা পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন,
ড.আসিফ নজরুল,উপদেষ্টা–আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
অধ্যাপক ড.চৌধুরী রফিকুল আবরার,উপদেষ্টা –শিক্ষা মন্ত্রণালয়।
জনাব সৈয়দা রিজওয়ানা হাসান,উপদেষ্টা–পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

জনাব আসিফ মাহমুদ সঞ্জীব ভূঁইয়া,উপদেষ্টা–স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
জনাব মোস্তফা সরয়ার ফারুকী,উপদেষ্টা– সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
জনাব আদিলুর রহমান খান,উপদেষ্টা–গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
উপদেষ্টামণ্ডলী শহীদ পরিবার ও আহতদের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের হাতে তুলে দেন শ্রদ্ধার প্রতীক পুষ্পস্তবক। জনতার আহ্বানে দাঁড়িয়ে শ্রদ্ধা জানানোর মুহূর্তটি ছিল আবেগে ঠাসা এবং নিস্তব্ধতা ভেঙে একটাই বার্তা ছিল— “এই আত্মত্যাগ বৃথা যাবে না।”
সচিব পর্যায়ের প্রতিনিধি হিসেবে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
ড.মোঃ মোখলেস উর রহমান,সিনিয়র সচিব–জনপ্রশাসন মন্ত্রণালয়।
জনাব সিদ্দিক জোবায়ের,সিনিয়র সচিব।
মোঃ নজরুল ইসলাম,সচিব,গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

জনাব শীত হায়দার চৌধুরী,সচিব,তথ্য মন্ত্রণালয়।
জনাব শরফ উদ্দিন আহমদ চৌধুরী,বিভাগীয় কমিশনার – ঢাকা।জনাব মো.জাহিদুল ইসলাম মিঞা,জেলা প্রশাসক,নারায়ণগঞ্জ।
এসময় ড.আসিফ নজরুল বলেন,“যাঁরা জীর্ণ জাতির বুকে জাগালো আশা,মৌন-মলিন মুখে জোগালো ভাষা — তাঁদের এই ত্যাগ কখনো বৃথা যাবে না।আমরা যারা বেঁচে আছি, তাঁদের রক্তের ঋণ শোধ করবো ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে।”

তিনি আরও জানান,শহীদদের হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম ইতোমধ্যেই অগ্রসরমান এবং আগস্টের মধ্যেই অভিযোগপত্র দেওয়ার লক্ষ্যে কাজ চলছে।
এই স্মৃতিস্তম্ভ শুধুমাত্র পাথরের তৈরি নয়,এটি একেকটি শহীদের রক্তে রাঙানো স্বপ্নের ভাস্কর্য। নারায়ণগঞ্জ আজ শুধু শ্রদ্ধা নয়,প্রতিজ্ঞা জানিয়েছে—স্বাধীনতার পরবর্তী এই গণ-আন্দোলন আরেকবার ইতিহাস লিখবে।
ড.আসিফ নজরুল বললেন,“আমাদের শাসনামলেই বিচার সম্পন্ন হবে।”
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শরীফ আরিফ মিহির ও নারায়ণগঞ্জ কলেজের দীক্ষিত রোভারদল, যাদের দক্ষ পরিকল্পনা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় পুরো আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়।
শহীদ পরিবারদের পাশে দাঁড়িয়ে কাঁপা কণ্ঠে উপদেষ্টারা বললেন,“আপনারা একা নন। এই জাতি আপনাদের পাশে আছে—চিরকাল। এই রক্ত বৃথা যাবে না।”
আজ শহীদ পরিবার,আহত সৈনিক,ও সর্বস্তরের জনতা দাঁড়িয়ে জানালো,আত্মত্যাগ কখনও হারায় না।
এই পাথর কাঁদে,এই নিস্তব্ধতা চিৎকার করে,‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’বাঙালির নতুন শপথ”।
Leave a Reply