 
																
								
                                    
									
                                 
							
							 
                    
অপরাধ-রাজনীতি ও জনঅসন্তোষ ঘিরে,
৭ খুনের দাগ আজও মুছে যায়নি,জেলখানায় থেকেও চলছে অপরাধ,সাবেক এমপি’র অভিযোগে জনমনে ক্ষোভ।
নারায়ণগঞ্জ,১০ জুলাই:
নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, “এক গরিব ঘরের সন্তান কোটি কোটি টাকা লুট করে নারায়ণগঞ্জকে চুষে খেয়েছে। ৭ খুনের মতো ভয়ঙ্কর ঘটনা সারা দেশে নারায়ণগঞ্জের বদনাম করেছে।”

তিনি অভিযোগ করেন,“জেলখানায় থেকেও এই সন্ত্রাসী চাঁদাবাজি,লুণ্ঠনের নকশা করে চলেছে। মিল-ফ্যাক্টরি থেকে চাঁদা তোলা, ব্যবসায়ীদের হয়রানি,সবই চলছে তাদের নেটওয়ার্ক দিয়ে।”
সিদ্ধিরগঞ্জে বিএনপির এক সভায় তিনি বলেন,“যারা নেশা, জুয়া,মাদক দিয়ে যুব সমাজ ধ্বংস করেছে,তাদের বিচারই এখন মানুষের প্রধান দাবি।”
৭ খুনের মতো ঐতিহাসিক অপরাধের পুনরুজ্জীবন,কারাগার থেকে অপরাধ চালানোর অভিযোগ,স্থানীয় গডফাদার রাজনীতি নিয়ে আলোড়ন
Leave a Reply