 
																
								
                                    
									
                                 
							
							 
                    
নেত্রকোনা প্রতিনিধি:
বাংলাদেশ-ভারত সীমান্তে আবারো উত্তেজনা। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিজয়পুর সীমান্ত দিয়ে ভারতীয় বিএসএফ ২১ জন বাংলাদেশিকে পুশইন করেছে। এদের মধ্যে রয়েছেন ১৯ জন তৃতীয় লিঙ্গের মানুষ ও ২ জন পুরুষ।
বিজিবি জানায়,তারা দিল্লীতে কাজ করতেন এবং সম্প্রতি দিল্লী থেকে আসামে এনে সীমান্তে পাঠানো হয়। বিজয়পুর বিওপির ১১৪৮/৪ এস পিলারের কাছে আড়াপাড়া গ্রামে ভোর ৫টায় পুশইন করা হয়।
ক্যাম্প কমান্ডার শহীদুল ইসলাম বলেন,“পুশইনের সময় আমরা দ্রুত অভিযান চালিয়ে তাদের আটক করি। তদন্ত শেষে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এই ঘটনায় সীমান্ত নিরাপত্তা ও দুই দেশের কূটনৈতিক সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
Leave a Reply