
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার যাত্রামুড়া এলাকায় অবস্থিত সুপার ভিউ ফ্যাশন কারখানার শ্রমিকরা চার মাসের বকেয়া বেতনের দাবিতে থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন।
শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) দুপুর ১২টা থেকে রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত প্রায় ১০০ থেকে ১১০ জন শ্রমিক এই কর্মসূচিতে অংশ নেন।

পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার মো.সাইফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মো.মেহেদী হাসান এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো.তরিকুল ইসলামের নেতৃত্বে মালিক ও শ্রমিক পক্ষের মধ্যে আলোচনা হয়।
আলোচনার মাধ্যমে জুলাই,আগস্ট ও সেপ্টেম্বর মাসের পূর্ণ বেতন এবং অক্টোবর মাসের ৬০ শতাংশ বেতন পরিশোধ করা হয়। মালিক পক্ষ বাকি বেতন আগামী ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখে পরিশোধের প্রতিশ্রুতি দেয়।


শ্রমিকরা প্রশাসনের মধ্যস্থতায় সন্তুষ্ট হয়ে রাত ৯টা ৩০ মিনিটে অবস্থান কর্মসূচি শান্তিপূর্ণভাবে স্থগিত করেন। এসময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
Leave a Reply