
নারায়ণগঞ্জের ফতুল্লা কাশীপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বাদ জুমা খতমে নবুয়ত সংরক্ষণ কমিটির উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে বক্তারা কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা ও উগ্রবাদী ইসকনের সকল কার্যক্রম রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করার দাবি জানান।
বক্তব্য রাখেন মুফতি মাহমুদ হাসান কাসেমী, মুফতি আব্দুল হান্নান মাদানী,মুফতি হাফিজুর রহমান আশিকী ও মুফতি আব্দুল্লাহ খান মাদানী।

তারা বলেন,খতমে নবুয়তের চেতনা রক্ষায় মুসলিম জনতাকে ঐক্যবদ্ধ হতে হবে। ইসলাম ও রাষ্ট্রবিরোধী যেকোনো কার্যক্রম বরদাস্ত করা হবে না।
স্থানীয় সূত্র জানায়, সমাবেশে প্রায় ৪৫০ জন মুসল্লীর অংশগ্রহণে পুরো এলাকা স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
Leave a Reply