
নিজস্ব প্রতিবেদক।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) বিকেল ৪টা থেকে ৫টা ৪০ মিনিট পর্যন্ত ভুলতা গাউছিয়া এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে প্রায় তিন থেকে চার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের (কাজী মনির পন্থী) আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান ভূঁইয়া।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রূপগঞ্জ আসনের মনোনয়নপ্রত্যাশী কাজী মনিরুজ্জামান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এসময় জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন এবং জেলা শ্রমিক দলের সহ-সভাপতি মো.আমির হোসেনসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারে জনতার ঐক্যই বিএনপির শক্তি।
কর্মসূচি চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং পুরো সমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
Leave a Reply