 
     নিজস্ব প্রতিনিধি:১৬ জুলাই ২০২৫।
নিজস্ব প্রতিনিধি:১৬ জুলাই ২০২৫।
স্থান:জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ,নারায়ণগঞ্জ
প্রতিবেদক:ক্রাইম টিভি২৪ ডটকম।
“জুলাই শহীদ দিবস ২০২৫”উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ পরিবারদের সম্মানে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জনাব মোঃ জাহিদুল ইসলাম মিঞা।

জেলা প্রশাসক বলেন,"দেশের প্রতি ভালোবাসা যদি হৃদয় থেকে আসে,তাহলে তা বাস্তবে কার্যকর হয়।আমাদের উন্নয়নের প্রতিটি পদক্ষেপ হতে হবে আন্তরিকতা ও সমন্বয়ের মাধ্যমে। নারায়ণগঞ্জকে আমরা সবাই মিলে একটি উন্নত জেলা হিসেবে গড়ে তুলতে চাই।"
তিনি আরও বলেন,"যারা শহীদ হয়েছেন তাদের আত্মত্যাগ আমাদের জাতির গৌরব।তাদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।আমাদের ভেতরে যদি মানবিকতা জাগ্রত থাকে, তাহলে সমাজ বদলাতে বেশি সময় লাগবে না।"

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ এর এস,পি,মহোদয় প্রত্তুসকুমার মজুমদার। নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিসার, মোঃ মশিউর,নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা টিপু,বিরোধী ছাত্র আন্দোলনের নেতা জাবেদ আলম।
সরকারি তোলারাম কলেজ,ছাত্রদল।সাধারণ সম্পাদক মোঃ ফারুক খান সুমন।গণসংহতি আন্দোলনের প্রতিনিধি তরিকুল সুজন।জামায়াত ইসলামী কেন্দ্রীয় শূরা সদস্য আব্দুল জব্বার
ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ এবং জেলার বিশিষ্ট ব্যবসায়ী সমাজ।
অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন এবং তাদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে এক বিশেষ দোয়া মাহফিলে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।